ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় যুব পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আগামী দুই বছরে সরকারিভাবে অন্তত ৫ লাখ কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে।
আসিফ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আমাদের সরকার গঠিত হয়েছে। এই অভ্যুত্থানের পেছনে তরুণদের অবদান অপরিসীম।” তিনি উল্লেখ করেন, তরুণরা নতুন দেশ গঠনে মুখ্য ভূমিকা পালন করছে এবং তাদের উদ্যোগ দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “তরুণরা স্বাধীনতার জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে। তারা বাংলাদেশের উন্নয়নে চালিকাশক্তি হিসেবে কাজ করছে।” তিনি বলেন, “আজকাল তরুণদের নিয়ে শুধু আমাদের দেশই নয়, বরং সারা বিশ্ব নতুনভাবে ভাবছে। বাংলাদেশের তরুণরা একটি নতুন পথ দেখিয়েছে এবং তাদের নেতৃত্বে দেশের ভবিষ্যত কেমন হবে তা দেখতে বিশ্বের সকলেই উন্মুখ হয়ে আছে।”
এছাড়াও, অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা তরুণদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কৃতদের মধ্যে রয়েছে শিক্ষার্থী, উদ্যোক্তা ও সমাজসেবীরা, যারা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের যুব সমাজের উন্নয়নে অবদান রেখেছেন।
অনুষ্ঠানটি তরুণদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন যুব সমাজের নেতারা। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে যুব উন্নয়ন কার্যক্রমগুলো আগামী দিনে তরুণদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন বক্তারা।
এভাবে সরকার এবং যুবদের সহযোগিতায় দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে বাংলাদেশ।