ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় ফিনজালের সর্বশেষ অবস্থান, খুলনা-বরিশালে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২৯, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ এ পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে আগামী দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ফিনজাল উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার (৩০ নভেম্বর) দুপুর নাগাদ উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়ের অবস্থান ও সম্ভাব্য প্রভাব
আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার বিকেল ৩টায় ঘূর্ণিঝড় ফিনজাল দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও শক্তিশালী হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

ফিনজালের প্রভাবে শনিবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি হলেও দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে।

তাপমাত্রা ও কুয়াশার পূর্বাভাস
সোমবার (২ ডিসেম্বর) থেকে আবহাওয়ায় শুষ্কতার প্রাধান্য বাড়বে। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে। তাপমাত্রা রাত ও দিনের বেলায় সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ক্রমান্বয়ে তাপমাত্রা হ্রাস পাবে, যা শীতের আগমনের ইঙ্গিত বহন করে।

অধিদপ্তরের সতর্কতা ও নির্দেশনা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ফিনজালের সরাসরি প্রভাব বাংলাদেশে না পড়লেও সংশ্লিষ্ট অঞ্চলে সামুদ্রিক কার্যক্রমে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, শীতের মৌসুম শুরুর আগে এ ধরনের ঘূর্ণিঝড় অস্বাভাবিক নয়। তবে সরাসরি উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা নেই বলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।