নিজস্ব প্রতিবেদক : বরিশালে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন দারোগার হাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত মাদক কারবারি মোঃ বেল্লাল হোসেন কালা (২৩) কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন বদরপুর গ্রামের বাসিন্দা মোঃ আবুল কালাম এর ছেলে।
এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইেন মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।