বরগুনা প্রতিনিধি : যাত্রী সংকটের কারণে বরগুনা-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) এম কে শিপিং লাইনসের বরগুনা ঘাটের ম্যানেজার মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যাত্রী সংকটের কারণে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বরগুনা-ঢাকা নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। প্রথমে ঢাকা-বরগুনা নৌপথে প্রতিদিন দুটি লঞ্চ চলাচল করত। যাত্রী সংকটের কারণে আমরা একটি লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিই। কিন্তু এখন আর সেটিও চালানো সম্ভব হচ্ছে না। কারণ, কোম্পানি আর কতদিন লোকসান গুনবে। তাই নিরুপায় হয়ে লাগাতার লোকসান এড়ানোর জন্যই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করায় এ রুটে চলাচলরত যাত্রীদের দুর্ভোগ বাড়বে বলে জানান স্থানীয়রা। এ ছাড়া লঞ্চে যাত্রী পরিবহন করার পাশাপাশি কম ভাড়ায় পণ্য পরিবহন করা হতো। লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় এখন বিকল্প মাধ্যমে পণ্য পরিবহন করতে হবে ব্যবসায়ীদের। এতে বহন খরচ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে বরগুনা জেলা যাত্রী কল্যাণ সমিতির সভাপতি সঞ্জীব দাস বলেন, লঞ্চ বন্ধ হয়ে যাওয়ার ঘোষণায় আমরা ব্যথিত। বিষয়টি নিয়ে লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসব।
এম কে শিপিং লাইনসের মালিক মাসুম খান গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর আমাদের এ নৌপথ চ্যালেঞ্জে পড়ে যায়। টিকে থাকার অনেক চেষ্টা করেছি। কিন্তু লোকসান এত বেশি, সেবা বন্ধ করা ছাড়া আর কোনো পথ নেই।