নিজস্ব প্রতিবেদক : সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ প্রোর্টাল বার্তা বাজার এর পটুয়াখালী জেলা প্রতিনিধি নয়ন মৃধার উপর সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শহরের ব্যায়ামাগার এলাকার পটুয়াখালী ডায়াবেটিস হাসপাতালের সামনে জেলা ছাত্রলীগ সভাপতির খালতো ভাই সাব্বির হোসেন এবং আল-আমিনসহ ১০/১২ জন হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুবেল খান ও সাধারণ সম্পাদক রিপন হাওলাদার।
বরিশাল অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মজিবর রহমান নাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক নয়নের উপর হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
একইসাথে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।