ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিদেশে বেড়েই চলেছে পোস্টাল ভোট নিবন্ধন প্রবাহ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৮, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) চালু করেছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। শুরু থেকেই ব্যাপক সাড়া পাওয়ায় সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত প্রবাসী নিবন্ধন সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৫০ হাজার ৭৮–এ। নিবন্ধনের হার দ্রুত বাড়তে থাকায় ইসি আশা করছে, এই সংখ্যা আরও কয়েক লাখ ছাড়িয়ে যাবে। নিবন্ধন কার্যক্রম ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ইসি জানায়, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, লিবিয়া, মিশর, চীন, ব্রাজিল, উগান্ডা, রুয়ান্ডা, ইথিওপিয়া, মরক্কো, তানজানিয়া, ঘানা, তাইওয়ান, আর্জেন্টিনা, পেরু, সিয়েরা লিওনসহ বহু দেশে বসবাসকারী বাংলাদেশিরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। নিবন্ধন শেষে সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট। ভোটাররা সেই ব্যালটে ভোট দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সম্ভাব্য ভোটগ্রহণকে সামনে রেখে ইসি ৫০ লাখ প্রবাসী ভোটার টার্গেট করেছে। প্রবাসীদের ভোট নিশ্চিত করতে এই ডিজিটাল নিবন্ধন পদ্ধতিকে নির্বাচন কমিশন দেশের নির্বাচনী ব্যবস্থার বড় পরিবর্তন হিসেবে উল্লেখ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।