বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে মহাসড়কের কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার নামে ওই যুবকের লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা রাস্তার পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত সাকিব হাওলাদার দুমকি উপজেলার চরবয়ড়া এলাকার বাসিন্দা এবং জসিম হাওলাদারের ছেলে।
প্রাথমিকভাবে পুলিশ লক্ষ্য করেছে, নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। এসব চিহ্ন দেখে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীর হামলা—তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের একটি সূত্র জানায়, মরদেহ উদ্ধারের সময় আশপাশে কোনো যানবাহনের ধাক্কার সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। আবার ছিনতাইয়ের ঘটনা হলে সেটিরও কিছু আলামত থাকার কথা। ফলে পুরো বিষয়টি রহস্যজনক হিসেবে দেখছে তদন্ত সংশ্লিষ্টরা।
বাকেরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
