ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুর-বানারীপাড়ায় যুবদলের পুরনো কমিটি বিলুপ্ত, আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১৯, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আওতাধীন উজিরপুর ও বানারীপাড়া উপজেলা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উজিরপুর ও বানারীপাড়া উপজেলা যুবদলের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

ঘোষিত উজিরপুর উপজেলা যুবদলের আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এএফএম সামসুদ্দোহা আজাদ। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে এস এম কাইয়ুমকে। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মনির হোসেন মল্লিক। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. ফজলুল হক বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিয়াজ সিকদার।

অপরদিকে বানারীপাড়া উপজেলা যুবদলের আংশিক কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন মো. ছাব্বির আহমেদ সুমন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহরাব হোসেন তালুকদার। সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মিজানুর রহমান মিজানকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. হারুন তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. মাহফুজুর রহমান লিটনকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বৃহস্পতিবার ঘোষিত এ কমিটিগুলোর অনুমোদন প্রদান করেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে উভয় উপজেলা যুবদলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।