ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ডেভিল হ্যান্ট অভিযানে আটক ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২১, ২০২৫ ৬:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বানারীপাড়া প্রতিনিধি ॥ ডেভিল হ্যান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল আওয়ামী লীগের একজন পরিচিত কেন্দ্রীয় নেতা ও ব্যবসায়ী। তিনি জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছিলেন। ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘ডেভিল হ্যান্ট ফেজ-২’ অপারেশনের আওতায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে যাচাই চলছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।