ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২১, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বরিশালে উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে রোববার (২১ ডিসেম্বর) ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডে বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ মিছিল করেন। এতে রাজধানী ঢাকার সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।

বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও একজন বিপ্লবী রাজনৈতিক নেতা। তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে বলে তারা দাবি করেন।

ছাত্রনেতা সবুজ আকন বলেন, “হাদিকে ভারতের আগ্রাসনের প্রতিবাদ করায় হত্যা করা হয়েছে। এই হত্যার দায় প্রশাসন ও শেখ হাসিনাকে নিতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়।” তিনি আরও বলেন, হাদি ভারতের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে।

বক্তারা আরও দাবি করেন, যেহেতু ওসমান হাদি বরিশালের সন্তান, তাই বরিশাল বিমানবন্দর তার নামে ‘শহীদ ওসমান হাদি বিমানবন্দর’ নামকরণ করতে হবে।

অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। যাত্রী ও চালকরা দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে বাধ্য হন। পরে বেলা সাড়ে ১২টায় অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।