নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বরের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বরিশালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে একত্রিত হন। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
সভায় নেতৃবৃন্দ সম্ভাব্য কর্মসূচি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। বরিশাল বিভাগ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় অনুষ্ঠিতব্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করা হয়।
এর পূর্বে, ২১ ডিসেম্বর বিকেলে নগরীতে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন সভাপতিত্ব করেন। সভায় বরিশাল বিভাগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির নেতৃবৃন্দ জানান, স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কর্মসূচি সুসংগঠিত ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করা হবে। তারা আশা প্রকাশ করেছেন, বরিশাল থেকে অংশগ্রহণকারীর সংখ্যা লক্ষাধিক হবে এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে।
