ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধর্ম অবমাননার গুজবে প্রাণ গেল পোশাক শ্রমিকের, প্রতিবাদে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২২, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে নৃশংসভাবে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই হত্যাকাণ্ডকে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ বলে আখ্যা দিয়েছেন বক্তারা।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সংখ্যালঘু ঐক্য মোর্চা বরিশালের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু। বক্তব্য রাখেন বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি কুডু, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অসিত রায়, মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা।

বক্তারা বলেন, পরিকল্পিত গুজব ছড়িয়ে দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে এক ভয়াবহ নজির। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এমন ঘটনা আরও বাড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

তারা বলেন, দীপু চন্দ্র দাস ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে স্ত্রী ও ছোট সন্তানসহ পরিবারটি মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন আইনজীবী ঐক্য পরিষদ, কমিউনিস্ট পার্টি, আর্যলক্ষ্মী সমিতি, যুব ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

উল্লেখ্য, ঘটনার পর র‍্যাব ও পুলিশ যৌথ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করেছে। আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্তে এখন পর্যন্ত ধর্ম অবমাননার কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।