ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পূন্ন হয়েছে। এতে মোঃ মাসউদুল আলম সভাপতি, মোঃ শহীদুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২৩আগষ্ট) বিকেল ৫টায় প্রেসক্লাবের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন, নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট মোঃ আক্কাস সিকদার।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ ছরোয়ার সিকদার, সহ সভাপতি মোঃ খাইরুল আমিন ছগির, সহ সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, কোষাধ্যক্ষ, মোঃ জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য, মাছুম বিল্লাহ জুয়েল, নির্বাহী সদস্য মোঃ জাহিদুল ইসলাম।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন- ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ খলিলুর রহমান (বাংলাদেশ বেতার), ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আজমীর হোসেন তালুকদার (একুশে টিভি), সাধারণ সম্পাদক মোঃ সফিউল আজম টুটুল (বৈশাখী টিভি), ঝালকাঠি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম সবুজ (এনটিভি ও কালের কন্ঠ), ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য মোঃ আল আমিন তালুকদার (এখন টিভি), ঝালকাঠি প্রেসক্লাবের নির্বাহী সদস্য জহিরুল ইসলাম জলিল (আরটিভি), অলোক সাহা (ডিবিসি নিউজ, দৈনিক বনিক বার্তা ও সম্পাদক দৈনিক গাউছিয়া), ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য রহিম রেজা (ইনডিপেনডেন্ট টিভি ও আজকের পত্রিকা), মোঃ সফিউল আলম সৈকত (দৈনিক ইত্তেফাক), আঃ মান্নান (দৈনিক ভোরের কাগজ), উজ্জাল রহমান (দৈনিক ভোরের ডাক)।
নির্বাচনী ফলাফল ঘোষণা করে ঝালকাঠি প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি অ্যাডভোকেট মোঃ আক্কাস সিকদার।