ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ডেভিল হান্ট ফেজ–২: ঝালকাঠিতে সাবেক আ’লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)’–এর অংশ হিসেবে ঝালকাঠিতে আওয়ামী লীগের এক সাবেক ইউনিয়ন নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি শংকর মুখার্জী, যিনি ঝালকাঠি সদর উপজেলার ৫নং কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।

ডিবি পুলিশের ওসি মো. তৌহিদুজ্জামান জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের আওতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট নেতা-কর্মী এবং যাদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শংকর মুখার্জীর বিরুদ্ধে রাজনৈতিক মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, এই অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং পরিস্থিতি বিবেচনায় আরও গ্রেফতার হতে পারে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেফতারকৃত শংকর মুখার্জীকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।