ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-৯ এ নতুন রাজনীতির বার্তা তাসনিম জারার, লড়বেন স্বতন্ত্র

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২৭, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা দলীয় পরিচয়ের বাইরে গিয়ে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের পেছনের কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

ডা. তাসনিম জারা জানান, তিনি খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেছেন এবং ওই এলাকাতেই বড় হয়েছেন। খিলগাঁও, সবুজবাগ ও মুগদার মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে যাওয়ার ইচ্ছা থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন না।

তার ভাষ্য অনুযায়ী, জনগণের সঙ্গে করা অঙ্গীকার রক্ষা এবং নতুন ধরনের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, সততা, নিষ্ঠা ও পরিবর্তনের আকাঙ্ক্ষাই তার মূল শক্তি।

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় প্রশাসনিক নিরাপত্তা, দলীয় কর্মী বা সাংগঠনিক সহায়তা না থাকার বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় তিনি ভোটারদের সরাসরি সহযোগিতার আহ্বান জানান এবং বলেন, জনগণের সমর্থন ছাড়া তার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

ডা. তাসনিম জারা আরও জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। আগামী দিন থেকেই এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া পূর্বে তার নির্বাচনী প্রচারণায় যারা আর্থিক অনুদান দিয়েছেন, পরিবর্তিত সিদ্ধান্তের কারণে তারা চাইলে সেই অর্থ ফেরত নিতে পারবেন বলে জানান তিনি। অনুদান ফেরতের জন্য নির্দিষ্ট অনলাইন ফরম পূরণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।