ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০ কেন্দ্রীয় নেতা জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটের সঙ্গে পার্টির সম্ভাব্য সমঝোতার বিষয়ে আপত্তি জানিয়েছেন। শনিবার তারা নীতিগত উদ্বেগ জানিয়ে দলীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।
চিঠিতে নেতারা উল্লেখ করেছেন, বিগত এক বছরে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির বিভাজনমূলক কর্মকাণ্ড, এনসিপি ও ছাত্রসংগঠনের নারী সদস্যদের চরিত্রহন, অনলাইন অপপ্রচার ও ধর্মভিত্তিক সামাজিক ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে। এগুলো দেশের গণতান্ত্রিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
নেতারা আরও বলেছেন, জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী ভূমিকা ও গণহত্যায় সহযোগিতা করেছে। সুতরাং পার্টির নৈতিক অবস্থান ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার জন্য তাদের সঙ্গে কোনো জোটে যুক্ত হওয়া উচিত নয়। তাদের মতে, অল্প কিছু আসনের জন্য এ ধরনের সমঝোতা পার্টির মধ্যপন্থী ও নতুন রাজনীতি প্রত্যাশী সমর্থকদের আস্থা ক্ষতিগ্রস্ত করবে।
চিঠিতে বলা হয়েছে, নীতি ও কৌশল পৃথক, তাই নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়। নেতারা আশা করছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেবেন।
এনসিপির বর্তমান প্রার্থী প্রক্রিয়ায় প্রায় দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি হয়ে ১২৫ জন প্রার্থী ঘোষণা করেছেন। এর আগে আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী একাধিকবার স্বতন্ত্র প্রার্থী নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীন এবং সংগঠক রফিকুল ইসলাম আইনী।
