ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করেছে এবং যুগপৎ আন্দোলনের সহকর্মীদের জন্য কিছু আসন ছেড়ে দিয়েছে। এই সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঢাকা-১২ আসনে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের বদলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে সমঝোতার ভিত্তিতে আসনটি দেওয়া হয়েছে। চট্টগ্রাম-৪ আসনে প্রাথমিক প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে। তিনি শনিবার নিজের বাড়িতে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের আস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চট্টগ্রাম-১১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রার্থী হয়েছেন। চট্টগ্রাম-১০ আসনে নতুন প্রার্থী হয়েছেন বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যানের ছেলে সাইদ আল নোমান।
যশোরের চারটি আসনের মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। যশোর-১ (শার্শা) আসনে নতুন প্রার্থী নুরুজ্জামান লিটন, যশোর-৪ আসনে মতিয়ার রহমান ফারাজী, যশোর-৫ আসনে মুফতি রশীদ বিন ওয়াক্কাস এবং যশোর-৬ আসনে আবুল হোসেন আজাদ মনোনয়ন পেয়েছেন।
পিরোজপুর-১ আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন চূড়ান্ত প্রার্থী হয়েছেন। পূর্বে মনোনয়ন পাওয়া জাতীয় পার্টির সাবকে মন্ত্রী মোস্তফা জামাল হায়দার শারীরিক অসুস্থতার কারণে প্রতিস্থাপিত হয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে প্রার্থী মনোনয়নপত্র বিতরণ করেন। এই পরিবর্তনের মাধ্যমে বিএনপি স্থানীয় ও জাতীয় স্তরে তার সমঝোতা ও কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।
