ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভোটাধিকার প্রয়োগে নজিরবিহীন আগ্রহ দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীর সংখ্যা ৮ লাখ ৪৮ হাজার ৫০০ ছাড়িয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এই চিত্র পাওয়া গেছে।
গত ১৯ নভেম্বর শুরু হওয়া প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে একটি যুগান্তকারী উদ্যোগ।
নিবন্ধিত প্রবাসীদের তালিকায় মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের বাংলাদেশিরা রয়েছেন। সৌদি আরব, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা ও চীনের পাশাপাশি মোজাম্বিক, লিবিয়া, মরিশাস ও উগান্ডার মতো দেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন। বর্তমানে ৪০টির বেশি দেশের বাংলাদেশিরা এই ব্যবস্থার আওতায় এসেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হওয়ার পর ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ব্যালটে ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
এই প্রক্রিয়াকে নিরাপদ ও কার্যকর করতে নির্বাচন কমিশনের কারিগরি টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। পাশাপাশি ভোটাররা যাতে সময়মতো ব্যালট পেতে এবং ফেরত পাঠাতে পারেন, সে জন্য ডাক বিভাগের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একটি গুরুত্বপূর্ণ জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে। নিবন্ধন শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। প্রবাসীদের এই অংশগ্রহণকে গণতান্ত্রিক চর্চার বিস্তারে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
