নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বরিশালে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৫ জানুয়ারি) রাতে নগরীর পশ্চিম কাউনিয়ায় অনুষ্ঠিত হয় দোয়া-মোনাজাত ও স্মরণসভা।
মহানগর যুবদল নেতা সাইদুল আলম খান রিপনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম, সাবেক বাকসু সম্পাদক নাসিরউদ্দিন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক রিয়াজ, মহানগর শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক রেজাউল করিম মুন্না, পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বিএনপি কর্মী মিজু, জাকির, সালাম, শাহাবুল, রানাসহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া যুগে যুগে জন্মানো কোনো সাধারণ নেত্রী নন। শতাব্দীতে হয়তো একজনই তার মতো নেতৃত্ব দিতে পারেন। আপসহীন সংগ্রাম, আত্মত্যাগ ও সাহসিকতায় তিনি ছিলেন অনন্য। তার নেতৃত্বেই দেশের গণতান্ত্রিক আন্দোলন বারবার নতুন গতি পেয়েছে।
বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতার বাইরে থাকলেও আন্তর্জাতিক মহলের তৎপরতা প্রমাণ করে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের রাজনৈতিক গুরুত্ব কতটা গভীর ও বহুমাত্রিক। তার চরিত্র ও আদর্শের সামান্য অংশ যদি নিজেদের জীবনে ধারণ করা যায়, তবেই এই স্মরণসভা সার্থক হবে।
শেষে কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমির হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
