পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মুক্তিযোদ্ধা সন্তান সেই প্রভাব বিস্তার করে অন্যের জমিদখলের চেষ্টা ও জমি থেকে প্রায় ২৫ হাজার টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ কাউখালী উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের ছেলে মোঃ সিহাবের বিরুদ্ধে। এঘটনায় শনিবার বিকেলে কাউখালী থানায় জমির প্রকৃত মালিক হাবিবুর রহমান (৬৫) একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানাযায়, গত ২২ আগস্ট বেলা ১১ টার দিকে সিহাব ও তার পরিবারের কয়েক জন সদস্যদের নিয়ে ঐ জমি দখলের চেষ্টা ও জমির বাগান থেকে ছোট-বড় প্রায় ২০টি গাছ কেটে নিয়ে বিক্রি করে। যার বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকা।
এবিষয়ে অভিযোগকারী হাবিবুর রহমান বলেন,দীর্ঘদিন ধরে আমার জমিটা ওরা (মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের পরিবার) দখল করার চেষ্টা চালাচ্ছে। যখনই আমি আমার জমিতে যাই তখনই ওরা বিভিন্ন হুমকি ধামকি দেয়। এই অত্যাচার থেকে বাঁচতে আমি কিছুদিন আগে এই জমি সগির আহম্মেদ কাছে বিক্রি করে দেই। আমার জমিটির মালিক এখন সগির আহম্মেদ। বিক্রি করার পরও অন্যের জমি দখলের পায়তারা চালাচ্ছে এই মুক্তিযোদ্ধা পরিবার নামধারীরা। সর্বশেষ গাছগুলো কেটে নিছে। এই বিচারের জন্য আমরা থানায় দারস্ত হয়েছি।
এদিকে অভিযোগের বিষয় সত্যতা জানতে অভিযুক্ত মোঃ সিহাবের বাড়িতে সংবাদকর্মীরা গেলে ঘরের দরজা তালাবদ্ধ পান। তবে স্থানীয় বাসীন্দা মোঃ ওহিদুর রহমান বলেন, সিহাব একটা নেশাগ্রস্ত ছেলে। ওর সাথে এলাকার লোকজন কথা বলতে সহজে চায় না। অন্যের জমি থেকে গাছ কেটে নেওয়ার ব্যাপারে আমি তার কাছে জানতে চাইলে,আমাকে বলে আপনার কাম আছে,আপনার সমস্যা কি।
কাউখালী থানার ওসি মোঃ জাকারিয়া বলেন, জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষ অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।