ঝালকাঠি প্রতিনিধি : আরটিভির জেলা প্রতিনিধি সম্মেলনে সম্মাননা পেয়েছেন ঝালকাঠি জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল। এ সম্মেলনে সারাদেশের প্রতিনিধিদের মধ্যে বর্ষসেরা সহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জন প্রতিনিধিকে সম্মাননা দেওয়া হয়। সারাদেশের মধ্যে ঝালকাঠিতে এ সম্মাননা বয়ে আনায় শুভাকাঙ্খীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
শনিবার (২৬ আগস্ট) দিনব্যাপী রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে রাত পর্যন্ত চলে জমকালো এই আয়োজন। অনুষ্ঠানে প্রতিনিধিদের জন্য বিভিন্ন সেশন ছিল। এতে আরটিভি পরিবারের সঙ্গে নাচ-গানে মেতে ওঠে জেলা প্রতিনিধিরা। অনুষ্ঠানে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান জানান, আগ্রহ আর ইচ্ছাশক্তি থাকলে পৃথিবীর কোনো কাজই অসম্ভব নয়। তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে টেকনোলোজির সঠিক ব্যবহারসহ প্রতিনিধিদের উৎসাহ দিতেই প্রতিনিধি সম্মেলন। সম্মাননা বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে সংবাদ পরিবেশনে প্রতিনিধিদের আরও দায়িত্বশীল ও মনোযাগী হওয়ার আহবান জানান আরটিভির কলা-কুশলীরা।
পরে ঝালকাঠি জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল এর হাতে সম্মাননা তুলে দেন। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির মহাব্যবস্থাপক মাসুদুল আমিন, আরটিভির উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান, হেড অব মার্কেটিং সুদেব চন্দ্র ঘোষ, অনলাইন ইনচার্জ বিপুল হাসান, এক্সিকিউটিভ প্রডিউসার বেলায়েত হোসেন, এক্সিকিউটিভ প্রডিউসার জাহিদ রহমান, বার্তা সম্পাদক আকতার হোসেন, ডিএসএম প্রধান কবির আহমেদ ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ রাসেল আহমেদ প্রমুখ।
প্রতিবছরই এ ধরনের সম্মেলন আয়োজনের দাবি জানান প্রতিনিধিরা। বিষয়টি সাদরে
গ্রহণও করেছে আরটিভি কর্তৃপক্ষ। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক পর্বের মাধ্যমে
জেলা প্রতিনিধি সম্মেলনের সমাপ্তি হয়।