ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

আগৈলঝাড়ায় ছয় স্কুল ছাত্রীকে যৌণ হয়রানীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২৯, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া প্রতিনিধি : স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাবে ছয়জন ছাত্রীকে উত্যক্তসহ যৌণ হয়রানির ঘটনায় প্রধানশিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী ছাত্রীরা। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের।

মঙ্গলবার সকালে ভূক্তভোগী ছাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন থেকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাবে বিভিন্ন ধরনের উত্ত্যক্ত করে আসছে একই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আল মাহামুদ বখতিয়ার, মাহাফুজ হাওলাদার, আকাশ বখতিয়ার, নাঈম বখতিয়ার ও জিহাদ বখতিয়ারসহ তাদের অন্যান্য সহযোগিরা। উত্যক্তকারীদের বিচারের দাবিতে প্রধানশিক্ষক বিভূতি ভূষণ সরকারের কাছে লিখিত অভিযোগ দায়েরের পর ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ে একাধিকবার সালিশ বৈঠকে বসলেও অভিযুক্তদের বিচার নিয়ে দেখা দিয়েছে দ্বিধা-বিভক্তি। অভিযুক্তদের অভিভাবকরা এলাকার প্রভাবশালী হওয়ার কারণে কঠোর কোন ব্যবস্থা নিতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। ফলে অভিযোগকারী ছয়জন শিক্ষার্থী এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে অভিযুক্ত স্কুল ছাত্র আল মাহামুদ বখতিয়ার প্রেমের প্রস্তাব দেয়ার কথা স্বীকার করে বলেন, যৌণ হয়রানী নয়, আমি প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। পরে অবশ্য এ ঘটনার জন্য ম্যাসেঞ্জারে দুঃখ প্রকাশ করেছি। প্রধানশিক্ষক বিভূতি সরকার বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর একাধিকার ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে সমাধানের জন্য বসলেও দ্বিধা-বিভক্তির কারণে সিদ্ধান্ত নেওয়া যায়নি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর সরদার বলেন, অভিযুক্তদের অভিভাবদের সামনে বসে তাদের বিচার করা হবে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।