ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

ঝালকাঠিতে স্ত্রী সন্তান হত্যা মামলায় কারাগারে স্বামী

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ৩০, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি : একটি পোশাক কারখানায় কাজ করার সময় মিজানুর রহমান তার সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক হয়। পরে তারা নিজেরাই বিয়ে করে। ২০০৬ সালে বিয়ের ২ মাসের মধ্যেই পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রীকে গর্ভে থাকা সন্তানসহ হত্যা করেন মিজানুর। পরে আদালত তাকে ফাঁসির আদেশ দেন। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) সকাল ১০ টার দিকে কড়া নিরাপত্তায় ঝালকাঠি জেলা কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ঝালকাঠি জেলা কারাগারের (জেলার) মো. আক্তার হোসেন শেখ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মিজানুর ঝালকাঠি কারাগারারের আসামী না। তিনি দীর্ঘদিন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলায় হওয়ার কারণে ঝালকাঠি কারাগারে আসার জন্য ২ মাসের জন্য আবেদন করেছিলেন তিনি। তাকে ২ মাসের জন্য কারাগারে আনা হয়েছিল।দুই মাস শেষ হওয়ায় তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।