মঠবাড়িয়া প্রতিনিধি : পিরােজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা সহ মনিরুজ্জামান মনির (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মনিরুজ্জামান উপজেলার আমরবুনিয়া গ্রামের মৃত শামসুল আলম শেখের ছেলে।
ডিবি সূত্রে জানাগেছে, বুধবার রাতে উপজেলার তুষখালী ইউনিয়নের হাওলাদার ফিলিং স্টেশনের পাশে গুচ্ছ গ্রাম সংলগ্ন সড়কে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের ওসি আসলাম উদ্দিন ও এসআই জ্যোতির্ময় হালদারের নেতৃত্বে সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মনিরুজ্জামান মনির নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে তার কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় ডিবি দক্ষিণের এসআই জ্যোতির্ময় হালদার বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মনিরুজ্জামান মনিরকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।