বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল কালিশুরি বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, বাসিপচা খাবার সংরক্ষণ, অতিরিক্ত মূল্যে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে বিভিন্ন প্রতিষ্টানে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী।
বুধবার (৩০ আগষ্ট ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী সূত্রে এ তথ্য জানা গেছে, কালিশুরি বাজারের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালিয়ে পচা ধুলাবালি পরিবেশে মিষ্টি রাখার দায়ে ২টি মিষ্টির দোকান, মূল্য বেশি রাখার দায়ে ২টি মুদী দোকান, পচা বাসী খাবার রাখার দায়ে ২টি খাবার হোটেল ও মেয়াদোত্তীর্ণের দায়ে ১টি ঔষধের দোকানসহ মোট ৭ টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রত্যেককে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী’র সহকারী পরিচালক শাহ মোঃ সোয়াইব।
অভিযানকালে বাউফল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।