ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে চারটি প্রাথমিক বিদ্যালয় ও একটি দোকান চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ১নং হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নগদ ২৫ হাজার টাকা ১টি ল্যাপটপ ও একটি ঘন্টা চুরি হয়েছে। ২নং দক্ষিণ সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নগদ ১৩ হাজার টাকা ২টি ল্যাপটপ ও একটি ঘন্টা চুরি হয়েছে। ৮১নং উত্তর পশ্চিম তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ঘন্টা চুরি হয়েছে। ৭৭নং তারা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ঘন্টা ও আসবাবপত্র চুরি হয়েছে। এছাড়া ৭৭নং তারা বুনিয়া স্কুলের পাশে আলতাফ হোসেনের দোকান চুরি হয় চোরেরা নগদ ১৫ হাজার টাকা ও ১টি টিভি নিয়ে গেছে। একটি পানির মোটর চুরি হয়।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ গঠনস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে এসআই নাজমুজ্জামান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।