ঢাকাশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

কবরস্থান থেকে পাঁচ কঙ্কাল চুরি!

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ১, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাভারের আশুলিয়ার শিমুলতলা এলাকার গাজীর দরগা সরকারী কবরস্থান থেকে রাতের আধারে ৫টি কবরের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কঙ্কাল চুরির বিষয়টি নজরে আসে এক লোকের।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় কঙ্কাল গুলো চুরি করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে কবরস্থানের পার্শ্ববর্তী এলাকার এক লোক তার মায়ের কবর জিয়ারত করতে যান। পরে সে তার মায়ের কবরটি খোড়া অবস্থায় দেখেতে পান। পরে সে কান্নায় ভেঙ্গে পড়লে স্থানীয়রা কবস্থানে গিয়ে ৫ টি কবরের মরাদেহের কঙ্কাল দেখতে না পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে গাজীর দরগা সরকারী কবরস্থানের খাদেম মনির হোসেন জানান, দুপুরে কবরস্থানের পার্শ্ববর্তী গোডাউন থেকে ফোন করে জানানো হয় যে, কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। পরি আমি কবরস্থানে গিয়ে দেখি মহিলা বিভাগের ৫টি কঙ্কাল চুরি হয়ে গেছে। পরে আমি থানায় খবর দেই।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।