নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর পলাশপুরে অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। আহতরা হলেন বিএমপি কাউনিয়া থানার এসআই গোবিন্দ ও এএসআই কামরুল। তবে সাহসিকতা দেখিয়ে ৩ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় মাদক ব্যবসায়ীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার ( ২ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে নগরীর ৭নং পলাশপুরে এ ঘটনা ঘটে।
আহত কাউনিয়া থানার এএসআই কামরুল বলেন- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮ টার দিকে নগরীর পলাশপুরের ৭ নম্বরের মাদক ব্যবসায়ী রিপনের বাসায় অভিযান চালালে রিপন ও তার স্বজনরা পুলিশের উপর হামলা চালায়। এতে তিনি এবং এসআই গোবিন্দ আহত হন।
তিনি বলেন, হামলার শিকার হয়েও পুলিশ পিছ পা না হয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে আরও ৬ জনকে আটক করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, অভিযানে গিয়ে থানার দুই পুলিশ কর্মকর্তা মাদক ব্যবসায়ীদের হামলা শিকার হয়েছেন। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। তারা সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদক বিক্রির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।