কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নার্গিস বেগম নামের (২৩) এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজিবের (৩০) বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নার্গিস ধুলাস্বর ইউনিয়নের নয়াকাটা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
নার্গিসের বাবা আনোয়ার হোসেন জানান, রাজিব নেশাগ্রস্থ ছিলেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নারগিসকে রাজিব বেশ কয়েকবার চাপ প্রয়োগ করে আসছিলো। পরে পিতা আনোয়ার হোসেন রাজিবকে দুই লাখ টাকা যৌতুক দেন। এরপরও রাজিব ক্ষ্যান্ত না হয়ে তাকে হত্যা করে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তির পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।