এইচ.এম.এ রাতুল : বরিশাল নগরের আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ অভিযানিক দল গোপান সংবাদের ভিত্তিতে নগরের ফলপট্টি এলাকার বিসমিল্লাহ আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫০৭ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে। অভিযানকালে এক হাজার ইয়াবাসহ পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর এলাকার মো. বাবুল (৪২) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা এলাকার সজল ঘরামীকে (৩২) আটক করা হয়।
তাদের নামে মামলা দায়ের শেষে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।