ডেস্ক রিপোর্ট : আইএফআইসি ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই পুলিশ সদস্যও আছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর পল্টনে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন ডেমরা পুলিশ লাইনে ক্লোজড পুলিশ সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফ।
অন্য তিনজন হলেন সোহেল, ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জু।
মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই পুলিশ সদস্য ডেমরা লাইনের সদস্য। তারা বর্তমানে সাসপেন্ডকৃত।
ছিনতাইয়ের ঘটনায় পাঁচজন জড়িত ছিলেন বলে জানিয়েছে ডিবি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।