নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডে বিসিসির প্লান বর্হিভূত ১১ ফুট উচু দেয়ার নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে আদালতে মামলা করায় পাল্টা প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে পরিবারটিকে।
শনিবার (২৩ সেপ্টম্বর) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে অজিত মজুমদার লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, ব্যক্তিগত আক্রশ ও ক্ষমতার অপব্যবহার করে নগরীর বগুড়াপাড়া ব্যাপ্টিষ্ট চার্চের সম্পাদক রবিন বল্লভ আমার বসত ঘরের দেয়াল ঠেকিয়ে ১১ ফুট উচু সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। যা বরিশাল সিটি কর্পোরেশনের প্লান বর্হিভূত অবৈধভাবে নির্মিত।
১১ ফুট উচু সীমানা প্রাচীর নির্মাণ করায় তার বসত ঘরে আলো বাসাত ঢুকতে পারছে না। সীমানা প্রাচীর নির্মাণের সময় অজিত মজুমদার বাঁধা দিলে তাকে নানা ধরণের হুমকি-ধামকি দেয়। তিনি আরও বলেন, চার্চের তিন খোলা রেখে শুধু তার বসত ঘরের সামনে দেয়াল ঠেকিয়ে কেন ১১ ফুট উচু সীমানা প্রাচীর নির্মাণ করেছেন সে বিষয়টি তার বোধগম্য নয়। বিষয়টি বিসিসি মেয়রকে লিখিত আকারে জানালে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
পরে জমি পরিমাপের জন্য সিটি কর্পোরেশনের সার্ভেয়ার নিয়োগের জন্য আবেদন করেন অজিত মজুমদার। দুইদুইবার সিটি কর্পোরেশনের অনুকূলে টাকাও জমা দিয়েছেন তিনি। কিন্তু সার্ভেয়ারকে জমি পরিমাপ করতে দেয়নি চার্চের সম্পাদক রবিন বল্লভ। তিনি বিষয়টি খ্রিটান সম্প্রদায়ের প্রধানদের এবং ওয়ার্ড কাউন্সিলরকে লিখিত আকারে জানিয়েছেন।
কোন প্রতিকার না পেয়ে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন অজিত মজুমদার। যার মামলা নম্বর ৪১৬/২০২৩। এই মামলায় আদালত রবিন বল্লভসহ সকল বিবাদীকে নোটিশ প্রদান করেছেন। মামলার বিষয়টি জানতে পেরে চার্চের সম্পাদক রবিন বল্লভ, অজিত মজুমদারকে হুমকি দিচ্ছেন।
বিষয়টি সম্পর্কে চার্চের সম্পাদক রবিন বল্লভ বলেন, অজিত মজুমদার আপনাদের একটি ভুল ম্যাসেজ দিয়েছে। তিনি যা বলেছেন তা মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।