পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা রবিবার সকালে তাৎক্ষণিকভাবে উপজেলা সদরের কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করেন। এবং শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন। শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয় আলোচনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন ভালো ছাত্রদের যেমন খোঁজখবর নেন তেমনি দুর্বল ছাত্রদের যত্ন সহকারে খোঁজখবর নিতে হবে। আপনাদের কাছে সকল শিক্ষার্থী সমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, শিক্ষক হল জাতি গড়ার কারিগর।
এসময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথীকা সাহা ও কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির মোল্লা সহ শিক্ষকবৃন্দ।