বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বলরাম কর্মকারের ছেলে গৌতম কর্মকার(৪৫) আজ সোমবার ২ অক্টোবর খুলনায় চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।
তার বড়ভাই উত্তম কর্মকার জানান,ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। সেখানে তার স্বাস্থ্যর অবনতি ঘটলে রবিবার রাতে গৌতম কর্মকারকে লাইফসাপোর্টে রাখা হয়। এরপর সোমবার সকাল সাড়ে ৮ টারদিকে তার মৃত্যু ঘটে।
বিকাল ৫ টায় পাথরঘাটা কেন্দ্রীয় মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
গৌতম কর্মকারের মৃত্যুতে পাথরঘাটা পৌরমেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জুয়েলার্স সমিতির সভাপতি অরুন কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক বাসুদেব চন্দ্র শীল বাংলাদেশ হিন্দু পরিষদ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি দীপঙ্কর কীর্ত্তনিয়া ও সাধারণ সম্পাদক অমল তালুকদার এবং বনিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষথেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে ।