ঢাকামঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ডোবায় পড়েছিল অটোরিক্সা চালকের মরদেহ

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ১০, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলায় একটি ডোবা থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পরিবারের সদস্যদের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্য অটোরিকশা চালক ফেরদৌস শেখ অনিককে হত্যা করা হয়েছে।

ফেরদৌস শেখ অনিকের (১৫) বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মেঘপাল এলাকায়।

নিহতের মামা মামুন শেখ জানান, অনিক তাঁর বাড়ি পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় থেকে অটোরিকশা চালাতো। গতকাল সোমবার সকালে ভাড়ায়চালিত একটি অটোরিকশা নিয়ে সে বাড়ি থেকে বের হয়। পরে রাতে আর বাড়িতে ফিরে যায়নি। এরপর আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিলেও অনিকের সন্ধান না পেয়ে পিরোজপুর হাসপাতালে ও নাজিরপুর হাসপাতালে খুঁজতে থাকেন।

পরে ঝনঝনিয়া এলাকায় একটি লাশ পাওয়া গেছে এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে অনিকের লাশ শনাক্ত করে। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করার জন্যই অনিককে হত্যার পর লাশ ফেলে রেখে হত্যাকারীরা অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।

পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।