ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় প্রান্তিক নারী কৃষকদের শিখন ও বিনিময় কর্মশালা

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ১২, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় নারী কৃষকদের শিখন ও বিনিময় বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার লালুয়া, ডালবুগঞ্জ ও চম্পাপুর ইউনিয়নের ৬০ জন প্রান্তিক নারী কৃষক অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন মিলয়নাতনে বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাকশন এইড বাংলাদের’র সাহযোগিতায় আভাস এর আয়োজন করে। জলবায়ূ পরিবর্তনের প্রেক্ষিতে খাদ্য নিরাপত্তহীনতা এবং জীবিকা নির্বাহে নারীর নেতৃত্বে সমাধান প্রকল্প উদ্যোগে এ কর্মশালার সভাপতিত্ব উপজেলা কৃষি কর্মকর্তা এ.আর.এম.সাইফুল্লাহ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষিবিদ কায়েস মাহমুদ, লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস, চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, প্রিমিয়ার ব্যাংক’র ব্যবস্থাপক মাহবুব আলাম, কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু। এছাড় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী কৃষক তহমিনা বেগম, কুলসুম বেগম প্রমুখ।

এ কর্মশালার সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থ্যা আবাস’র কলাপাড়া শাখার সম্মনায়ক মনিরুল আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।