গৌরনদী প্রতিনিধি: বরিশালে দোনালা বন্দুকের বাট মেরামতকালে এক ফার্নিচার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত নুরুল হকের বিরুদ্ধে শুক্রবার সকালে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার গৌরনদী থানার সরিকল ইউনিয়নের সাকোকাঠী এলাকা থেকে ফার্নিচার ব্যবসায়ী নুরুল হককে আটক করা হয়। সাঁকোকাঠি রিকশাস্ট্যান্ড এলাকায় ফার্নিচারের দোকান রয়েছে তার। সে মহিষা গ্রামের বাসিন্দা।
গৌরনদীর সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) ফোরকান হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে নুরুল হকের ফার্নিচারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার দোকান থেকে দোনালা বন্দুকের বাট উদ্ধার করা হয়। এ ঘটনায় কাঠমিস্ত্রী ও ব্যবসায়ী নুরুল হককে আটক করে গৌরনদী মডেল থানায় সোপর্দ করা হয়।
তিনি আরও বলেন, শুক্রবার সকালে নুরুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে ওই বাট কে দিয়েছে, তার অস্ত্রের বৈধতা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।