ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ফার্নিচার মেরামতের কারখানায় বন্দুকের বাট তৈরি!

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ১৩, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি: বরিশালে দোনালা বন্দুকের বাট মেরামতকালে এক ফার্নিচার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত নুরুল হকের বিরুদ্ধে শুক্রবার সকালে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার গৌরনদী থানার সরিকল ইউনিয়নের সাকোকাঠী এলাকা থেকে ফার্নিচার ব্যবসায়ী নুরুল হককে আটক করা হয়। সাঁকোকাঠি রিকশাস্ট্যান্ড এলাকায় ফার্নিচারের দোকান রয়েছে তার। সে মহিষা গ্রামের বাসিন্দা।

গৌরনদীর সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) ফোরকান হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে নুরুল হকের ফার্নিচারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার দোকান থেকে দোনালা বন্দুকের বাট উদ্ধার করা হয়। এ ঘটনায় কাঠমিস্ত্রী ও ব্যবসায়ী নুরুল হককে আটক করে গৌরনদী মডেল থানায় সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে নুরুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে ওই বাট কে দিয়েছে, তার অস্ত্রের বৈধতা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।