ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক সংকট!

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ১৫, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক সংকটের কারণে লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। বর্তমানে ১৭ টি পদের ভিতরে মাত্র নয় জন শিক্ষক রয়েছে। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। বর্তমানে সিনিয়র সহকারী শিক্ষক এসএম গিয়াস উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

চারটি এমএলএস পদ থাকলেও আছে মাত্র একটি পদে। ইংরেজি বিভাগে একজন, বাংলা বিভাগে একজন, চারুকলা, ভৌগলিক ব্যবসায়িক শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও গণিত বিষয় শিক্ষক নেই। কোনমতে চারজন অতিথি শিক্ষক দিয়ে বিদ্যালয়ের ক্লাস চালিয়ে নেওয়া হচ্ছে। বিদ্যালয়টিতে বর্তমানে ৪৬৭ জন ছাত্রী রয়েছে।

বিদ্যালয়ের ছাত্রী সালমা আক্তার রুপাইয়া বলেন, শিক্ষক সংকট থাকার কারণে তাদের লেখাপড়া কিছুটা বিঘ্ন ঘটছে। সাবজেক্ট ভিত্তিক শিক্ষক না থাকার কারণে অনেক সময় ছাত্রীদের ক্লাস করতে খুবই সমস্যা হয়।

এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম গিয়াস উদ্দিন বলেন, শিক্ষক সংকটের কথা ডিজি মহোদয়কে অবহিত করা হয়েছে।

বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান, শিক্ষক সংকটের কথা লিখিত আকারে আমাদের জানালে আমরা ঢাকায় পাঠিয়ে দেব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।