ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে ২০ টাকায় সকল রোগের চিকিৎসা

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে বিশ টাকায় সব ধরনের স্বাস্থ্য সেবা দিচ্ছে একটি হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়। চিকিৎসা চলাকালীন সময়ে দেখা গেছে, বিশ টাকায় রেজিস্ট্রেশন করে একটি কার্ড সংগ্রহ করে সেবা নিতে আসা রোগীরা। সেবা নিচ্ছেন কাউখালী উপজেলার বাসিন্দারা ছাড়াও পার্শ্ববর্তী জেলা, উপজেলার শিশু থেকে বয়স্ক নারী পুরুষেরা।

সপ্তাহের প্রতি শনি-রবি ও সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এই চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ। প্রতিদিন গড়ে দুই শতাধিক রোগী আসেন চিকিৎসা নিতে। একজন হোমিও ডাক্তারসহ মোট ৪/৫ জন স্টাফ এখানে সেবা কার্যক্রম পরিচালনা করেন।

নেছারাবাদ উপজেলার সুন্দর গ্রামের নাসরিন আক্তার (৪০) বলেন, জেলা সদরে একজন ডাক্তার দেখাতে পাঁচশ থেকে এক হাজার টাকা ভিজিট দেওয়াসহ আরও কতকি ঝামেলা পোহাতে হয়। আর এখানে মাত্র বিশ টাকায় ধারাবাহিকভাবে সকল রোগের চিকিৎসা সেবা নিতে থাকব।

জানা গেছে সুফি আযান গাছি (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের শাখা এটি, কাউখালী বেইলী ব্রীজ সংলগ্ন প্রচার বিমুখ এ প্রতিষ্ঠানটি উপকারভোগী মানুষের দ্বারাই সুখ্যাতি অর্জন করে সুনাম কুড়িয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।