ঢাকাশনিবার , ১১ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় দুই ফা‌র্মেসী ব্যবসায়িকে জরিমানা

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ১১, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতি‌নি‌ধি: পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারে শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ ওষুধ ব্যাবসায়িকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে। মেয়াদোত্তির্ণ, অবৈধ এবং নিষিদ্ধ ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে তা‌দের জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে অভিযানে পরিচালিত হয়।

জানাযায়, মিরুখালী বাজারের আপন মেডিকেল হল এবং শরীফ মে‌ডি‌কেল হ‌লে মেয়াদোত্তির্ণ, অবৈধ এবং নিষিদ্ধ ওষুধ রাখা ও বিক্রির দায়ে ১৩ ও ১০ হাজার মোট ২৩০০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মাছ বাজার থেকে বিপুল পরিমান পঁচা মাছ জব্দ করে নষ্ট করা এবং একটি রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর তৈল ফেলে দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সেনিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ এহসান কবির।

সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চারান হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।