এইচ.এম.এ রাতুল : বরিশালে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক অভিযানে যাত্রীবাহী বাস চেয়ারম্যান পরিবহন থেকে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগিয় সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কুয়াকাটাগামী চেয়ারম্যান পরিবহণ (ঢাকা মেট্রো ব-১৫-৭৩৬৬) দপদপিয়া ব্রিজের টোল প্লাজায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন পটুয়াখালীর বাউফল থানাধীন কালাইয়া গ্রামের মো. জলিল বয়াতির পুত্র মো. সোহেল বয়াতি (২৮) এবং একইগ্রামের মাইনুল ইসলাম টিটুর পুত্র মো. মিজানুর রহমান সুমন (২২)।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে একই পরিবহনের আরেকটি বাস (ঢাকা মেট্রো ব-১২- ১৫৮৯) টোলপ্লাজায় রাত সাড়ে ৩টার দিকে পৌছালে তাতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। এ সময় ওই বাস থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেন তারা। আটককৃতরা হলেন ঢাকার কদমতলী থানাধীন জুরাইন পোস্তগোলা এলাকার মো. রিপন তালুকদারের পুত্র মো. শাহিন (১৯) ও একই এলাকার মো. মোকতার হোসেনের পুত্র মোহাম্মদ নূর হোসেন (১৯)।
সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন, উক্ত ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের এস আই মু, আ: মজিদ বাদি হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।