এইচ.এম.এ রাতুল : বরিশালে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন মিডিয়া সেল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, বিএমপি গোয়েন্দা শাখার একটি স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেম আলী কলেজ এলাকা থেকে শেখ মাহবুব (৪৬) নামের এক মাদক কারবারীকে আটক করেন তারা। পরে তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত শেখ মাহবুব সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভুরুলিয়া ইউনিয়নের মাজাট গ্রামের মৃত শেখ আহাদুল্ল্যাহর পুত্র।
এ ঘটনায় আটককৃতকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।