নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বাদ আছর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আউয়াল মোল্লা, ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি জাকির হোসেন নয়া, ওয়ার্ড শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মনির হাওলাদার, শ্রমিকলীগ নেতা খলিল সিকদারসহ ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামীলীগের অংগসংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে ৭৫’ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কাউনিয়া বায়তুল মামুর জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা মো. আবুল বাশার।