ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পেঁয়াজের দোকান বন্ধ রাখায় পিরোজপুরে ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৯, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে অধিক লাভের আশায় পেঁয়াজ বিক্রি না করে দোকান বন্ধ রাখা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুইজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে পেঁয়াজের দাম না বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।

পিরোজপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব জানান, ভবিষ্যতে আরও দাম বাড়বে তাই পেঁয়াজ ব্যবসায়ী বিনয় কৃষ্ণ পাল দোকান বন্ধ করে চলে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ অভিযানকালে ওই ব্যবসায়ীকে ডেকে আনেন। বিনয় জানান, তার পেঁয়াজ ১৪০ টাকা দরে ক্রয় করা হয়েছে।

এমন মিথ্যা অজুহাত প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ হাজার টাকা ও অপর ব্যবসায়ী মন্টু সাহা দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।