পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিছিল, আলোচনা সভা, দোয়া মাহফিল, কাঙ্গালি ভোজ।
এ উপলক্ষে কাউখালী উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধ সংসদ, কাউখালী উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করেন। সকাল ৯ টায় কাউখালী উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর উপজেলা হল রুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, শাহজাদী রেবেকা চৈতি, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার প্রমুখ আলোচনা শেষে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।