ঢাকামঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১৯, ২০২৩ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপরর্সন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা, বিএনপি এবং সমমনা দলগুলোর নেতা কর্মীদের মুক্তি সহ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবীতে সকাল-সন্ধা হরতাল পালনের অহবান জানিয়ে বরিশাল নগরীতে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় টায়ারে অগ্মি সংযোগ করে সরকারের পদত্যাগের দাবী জানিয়ে শ্লোগান দেন মহানগর বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন ও দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে নগরীর কাশিপুরের তেতুলতলা বাজার সড়কে মহানগর বিএনপির আহবায়ক কমিটির একমাত্র মহিলা সদস্য সাবেক বিএম কলেজ ছাত্রদলনেত্রী আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সদস্যদের নিয়ে হরতালের সমর্থনে পিকেটিং মিছিল করে। পরে এক পর্যায়ে সড়কের উপর টায়ারে আগুন জালিয়ে সরকার বিরোধী শ্লোগান দেন তারা।

অপরদিকে সোমবার রাত ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কের নগরীর রুপাতলী সোনারগাঁও ট্রেক্সটাইল মিলের সন্নিকটে একটি ট্রাকে অগ্মি সংযোগ ও ভাংচুর করে একদল দূবৃর্ত্তরা। এসময় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা।

এছাড়া সোমবার বিকালে মহানগর ছাত্রদল আহবায়ক রেজাউল করীম রনির মুক্তির দাবীতে ছাত্রদলের সদস্য এক ঝটিকা মিছিল করে বলে বিষয়টি নিশ্চিত করেন মহানগর বিএনপি সদস্য দাপ্তরীক জাহিদুল ইসলাম রিপন।

তবে হরতালে বরিশাল নগরীতে তেমন কোন প্রভাব পড়েনি। সকাল থেকে নগরীতে ছোট ছোট যানবাহন চলাচল, ব্যবসা-প্রতিষ্ঠান খোলা সহ আদালতপাড়া ও অফিস স্বাভাবিক নিয়মেই চলছে।

এছাড়া কেন্দ্রীয় নতুল্লাবাত বাস টারমিনাল থেকে দুরপাল্লা ও অভ্যন্তরীন জেলা এবং বিভিন্ন উপজেলার যানবাহন সিমিতি আকারে চলাচল করতে দেখা গেছে।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্নস্থানে স্থায়ীভাবে পুলিশের অবস্থান নেয়া সহ টহলে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।