নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে থেকে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে তাকে আটক করে কাউনিয়াা থানা পুলিশ।
বিকেলে বিএমপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, কাউনিয়া থানার এসআই গোবিন্দ চন্দ্র দাস, এসআই সামসুল ইসলাম, এসআই মো: মোস্তাফিজুর রহমান, এসআই মো: ইব্রাহীম খলিল ও এএসআই মোঃ কামরুল ইসলাম-২ গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৩টার দিকে নগরীর ৪নং ওয়ার্ডস্থ টাউন মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে অভিযান চালিয়ে ৯৪ পিস ইয়াবাসহ ইয়াসিন মৃধা নামক এক ব্যাক্তিকে আটক করে। আটককৃত ইয়াসিন বরগুনা জেলার বেতাগী থানার করুণা গ্রামের মো: আফজাল হোসেনের পুত্র।
আটককৃতকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।