ঢাকামঙ্গলবার , ৫ মার্চ ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

কাজী বাবুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিবেদন
মার্চ ৫, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দৈনিক আজকের বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কাশিপুর ৩০ নং ওয়ার্ড গড়িয়ারপাড় তার বাসভবনে আসর বাদ এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন গোরস্তান মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ নজরুল ইসলাম।

দোয়া মোনাজাতের আগে কাজী নাসির উদ্দিন বাবুলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মরহুমের চাচাতো ভাই ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) কাজী শওকত আলম, প্রবীন সাংবাদিক প্রেসক্লাবের সদস্য নুরুল আলম ফরিদ, বরিশাল প্রতিদিনের সম্পাদক কাজী মফিজুল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মতাবাদ পত্রিকার সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, শিক্ষক নেতা মহসিন উল ইসলাম হাবুল, ডাক্তার নজরুল ইসলাম, বরিশাল জেলা শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, কাশিপুরের সাবেক চেয়ারম্যান ও বাস মালিক সমিতির সাবেক সভাপতি আফতাব হোসেন, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুজ্জামান হিরু, কাজী মতিউর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন মরহুম কাজী নাসির উদ্দিন বাবুলের বড় ছেলে কাজী আবদুল্লাহ আল রাসেল।

এ সময় দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সদস্য কাজী আল মামুন, এম এম আমজাদ হোসাইন, বিরেন্দ্রনাথ সমাদ্দার, জাকির হোসেন, জিয়াউদ্দিন বাবু, রেদওয়ান রানা, কামরুজ্জামান জুয়েল রানা, মাসুদ রানা, বেল্লাল হোসেন সিকদার, লিটন বায়েজিদ, সৈয়দ বাবু, রাসেল খান প্রমুখ।

মিলাদ মাহফিলে টিভি চ্যানেলের ব্যুরো প্রধান, ফটো সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী সহ সর্বস্তরের জনসাধারণ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলে বক্তারা বলেন, সাংবাদিকদের আধুনিক রুপকার ছিলেন কাজী নাসির উদ্দিন বাবুল। এবং তিনি ছিলেন পর উপকারী। তিনি ছিলেন সৎ এবং একজন ভালো মানুষ। সাংবাদিকদের বিপদ আপদে তিনি ঝাপিয়ে পড়তেন। সাংবাদিকদের উন্নয়নে কাজ করতেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।