গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (১২ মে) ভোররাতে জেলার সীমান্তবর্তী গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো গৌরনদীর জঙ্গলপট্টি এলাকার বাসিন্দা ও মাদক কারবারি মো. সোহেল সন্যামত এবং গৌরনদীর কাশেমাবাদ এলাকার বাসিন্দা ও মাদক কারবারি সৌরভ মোল্লা।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের তত্ত্বাবধানকারী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (পরিদর্শক) অসীম কুমার সিকদার।
তিনি জানান, জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গোয়েন্দা শাখার এসআই মো. গোলাম আযমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় গৌরনদী থানাধীন ভুরঘাটা এলাকা থেকে মাদক কারবারি মো. সোহেল সন্যামত ও সৌরভ মোল্লাকে আটক করে। ওইসময় মাদক কারবারি মো. সোহেল সন্যামতের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা এবং সৌরভ মোল্লার কাছ থেকে চার কেজি গাজা উদ্ধার করা হয়।
পরিদর্শক অসীম কুমার সিকদার বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাজা জাতীয় মাদকদ্রব্য ক্রয় করে এনে বরিশাল জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে বলেও জানিয়েছে পুলিশ।