আমতলী প্রতিনিধি ॥ বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় কমিটির আয়োজনে আমতলী সরকারী কলেজের ছাত্র শিক্ষক মিলনায়তনে শনিবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ আবদুল মন্নান এর সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক চ্যানেল আই বরগুনা জেলা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় কমিটির আহবায়ক প্রফেসর মোস্তফা কামাল, সদস্য সচিব প্রফেসর মোঃ রফিকুল ইসলাম টুকু, আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসেন আকন, অধ্যাপক নজরুল ইসলাম তালুকদার, অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, সহযোগী অধ্রাপক ফেরদৌসি আক্তার ,সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।
সভায় বক্তারা বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবী জানান। সভায় আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহন করে।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                